হাইকোর্টের চূড়ান্ত নির্দেশের পরেই পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভাগ্য চূড়ান্ত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চূড়ান্ত নির্দেশ আসার পরই পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) জয়ী প্রার্থীদের ভাগ্য৷ পঞ্চায়েত ভোটের ফলকে কার্যত সংশয়ের মধ্যে রেখে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ৷ জেলায় জেলায় এই নির্দেশিকা ইতিমধ্যে পাঠিয়েও দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে৷
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্টই জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় আদালতের চূড়ান্ত রায়ের উপরেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নির্ভর করছে৷ এই নির্দেশিকার কথা জয়ী প্রার্থীদের জানিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট৷
পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে৷ এমনকি, ভোট মেটার পরেও আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা৷ আদালতের নির্দেশ মেনে কমিশন ভোট পরিচালনা করেনি বলেও অভিযোগ উঠেছে৷