চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের চন্দ্রযান ৩, গোল্ডেন মুহুর্তের অপেক্ষায় ভারত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organization) চন্দ্রযান-2-এর ব্যর্থতার 5 বছর পরে ফের চাঁদে অবতরণের জন্য প্রস্তুত। প্রত্যাশা মতোই চন্দ্রযান-3 (Chandrayaan 3) ১৪ ই জুলাই ২০২৩ শুক্রবার দুপুর ২:৩৫ নাগাদ যাত্রা শুরু করবে।
দেশের পাশাপাশি এখন গোটা বিশ্বের নজরও ভারতের এই মিশনের দিকে। চন্দ্রযান-3 এর রোভার চাঁদে ল্যান্ড করতে সফল হলে এক বিরাট ইতিহাস তৈরি হবে। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ, যাদের ল্যান্ডার সফলভাবে চাঁদে পৌঁছবে।
তবে এই দেশগুলি যে সহজেই এই সাফল্য অর্জন করেছে, তা নয়। অনেক দেশ চাঁদে তাদের মিশন পাঠিয়েছে, কিন্তু বেশিরভাগই ব্যর্থ হয়েছে। ভারতও সেই তালিকায় রয়েছে। এর আগে 7 সেপ্টেম্বর, 2019, ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন ‘চন্দ্রযান-2’ চন্দ্রপৃষ্ঠে সঠিকভাবে অবতরণ করতে পারেনি।
এটি চাঁদের পৃষ্ঠের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। এটি যখন চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে যাচ্ছিল, তখন ল্যান্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার সেই প্রচেষ্টা আবারও করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
চন্দ্রযান-3 উৎক্ষেপণ নিয়ে তথ্য দিয়েছে ISRO। জাতীয় মহাকাশ সংস্থা একটি টুইট বার্তায় জানিয়েছে, চন্দ্রযান-3 উৎক্ষেপনের জন্য একেবারে প্রস্তুত। মিশনটি সফলভাবে করার জন্য যা যা পরীক্ষার প্রয়োজন ছিল, সব কিছুই করা হয়েছে। মিশনটি অন্ধ্রপ্রদেশের (Andhrapradrsh) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 14 জুলাই দুপুর 2:35 মিনিটে লঞ্চ ভেহিকেল মার্ক III (LVM3) থেকে উৎক্ষেপণ করা হবে।
ISRO-র মতে প্রোপেলান্ট মডিউল ‘ল্যান্ডার’ এবং ‘রোভার’কে 100 কিলোমিটার পর্যন্ত চন্দ্র কক্ষপথে চালিত করবে। এতে, চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর মেরু পরিমাপ করার জন্য একটি ‘স্পেকট্রো-পোলারিমেট্রি’ পেলোডও যুক্ত করা হয়েছে। পৃথিবী থেকে প্রায় 3 লক্ষ 84 হাজার কিলোমিটার দূরে নিয়ে যাবে চন্দ্রযান-3 মহাকাশযান।