Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউড

লাফিয়ে বাড়ল টিআরপি – একনজরে দেখুন বাংলা ধারাবাহিকের কে এগিয়ে, কে পিছিয়ে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Bengali Serial TRP list this week : লাফিয়ে বাড়ল টিআরপি – একনজরে দেখুন বাংলা ধারাবাহিকের কে এগিয়ে, কে পিছিয়ে - West Bengal News 24

কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’। আরও এক বৃহস্পতিবার।টিআরপির তালিকা প্রকাশ্যে আসতে দেখা গেল এগিয়ে সেই পুরনো ধারবাহিকগুলিই। টিআরপি চার্টে রয়েছে একের পর এক চমক। ‘জগদ্ধাত্রী’র নম্বর দেখলে তাজ্জব হয়ে যাবেন। এত উন্নতি! অন্যদিকে নতুন ধারাবাহিকগুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না! কে হল প্রথম, আর কেই বা হল দ্বিতীয়? কে রইল তৃতীয় স্থানে?

বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ‘ফুলকি’ যেভাবে আগুনের গতির মতো এগিয়ে যাচ্ছিল তাতে অনেকেরই মনে হচ্ছিল যে কোনও মুহূর্তে ওই ধারাবাহিক ছাপিয়ে যেতে পারে এত দিন ধরে প্রথম স্থানে থাকা ‘অনুরাগের ছোঁয়া’কে।

সত্যিই কি তাই হল? টিআরপি চার্ট জানাচ্ছে, এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে সেই ‘অনুরাগের ছোঁয়া’ই। সে পেয়েছে ৮.৯। গতবারের থেকে নম্বর বেড়েছে খানিক। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৬। অন্যদিকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহের ৭.৮ বেড়ে দাঁড়িয়েছে ৮.৪।

পিছিয়ে নেই ‘ফুলকি’ও। নম্বর বেড়েছে ওই ধারাবাহিকেরও। পেয়েছে ৮.২। যা গত সপ্তাহে ছিল ৭.৩।

এর পরেই চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙা বউ’, ‘নিমফুলের মধু’ ও ‘হরগৌরী পাইস হোটেল’।

সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ‘বাংলা মিডিয়াম। পেয়েছে ৬.২।

আর ওদিকে অষ্টম স্থানে রয়েছে ‘এক্কা দোক্কা’।

নবম ও দশম স্থান গিয়েছে যথাক্রমে ‘পঞ্চমী’ ও ‘খেলনা বাড়ি’র দখলে।

আরও পড়ুন ::

Back to top button