সিওপিডির পেশেন্ট , রয়েছে কিডনির সমস্যা – বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে চিকিৎসকরা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বুদ্ধদেব ভট্টাচার্যের মেডিক্যাল টিমের চিকিৎসক সদস্যরা রবিবার সকাল ১০ টা নাগাদ আসবেন হাসপাতালে। ১১ টা নাগাদ বৈঠক করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে। তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলেই সূত্রের খবর।
বুদ্ধদেব ভট্টাচার্যর সি আর পি ৩১৮। সেটাই চিন্তার বিষয়। এছাড়াও যেহেতু তাঁর ডায়াবেটিস আছে, সঙ্গে ড্রাগ রেজিস্ট্যান্স তাই অ্যান্টি বায়োটিক পুরো মাত্রায় দেওয়া যাচ্ছে না! কারণ হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিলে কিডনির উপর প্রভাব পড়তে পারে। পাশাপশি যেহেতু সি ও পি ডি আছে, তাতে ভেন্টিলেশনে তাঁর লাং এর টিসু ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকছে।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএম নেতা রবিন দেব তাঁকে দেখে হাসপাতালের বাইরে জানিয়েছিলেন, আপাতাত স্থিতিশীল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে চিকিৎসকরা কিন্তু এখনও তাঁকে বিপন্মুক্ত বলতে নারাজ।
নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ও টাইপ টু রেসপিরেটরি ফেলিওর নিয়ে শনিবার বিকেলে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৭৯ বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাঁর প্রস্রাবের সমস্যা রয়েছে, যেটা তিনি আগে জানাননি। তিনি যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তখন তাঁর শরীরে অক্সিজেনের প্রবল ঘাটতি ছিল। তাঁকে তড়িঘড়ি অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।
চিকিৎসকরা যতটা উন্নতির আশা করেছিলেন, ততটা উন্নতি হচ্ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার। আগামী ৪৮ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তাঁকে পুরোপুরি সংকটমুক্ত বলা যাচ্ছে না বলেই সূত্রের খবর। চিকিৎসক সূত্রের আরও খবর, ড্রাগ রেজিস্ট্যান ব্যাক্টেরিয়া ক্লেবসিয়েলা পাওয়া গিয়েছে। সেটাই আরও চিন্তা বাড়িয়ে দিয়েছে চিকিৎসকদের।
যদিও যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার থেকে এখন একটু হলেও স্থিতিশীল রয়েছেন। তবে তাঁর সংক্রমণের মাত্রা দেখে চিকিৎকরা মনে করছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হতে পারে। দীর্ঘদিন ধরে সিওপিডি-র সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।