“আবারো EVM হ্যাক”, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “ওরা ইলেকট্রনিক মেশিন এখন থেকেই হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কাছে ও কিছু তথ্য এসেছে। ইন্ডিয়া জোটের বৈঠক হোক। ওখানে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হবে।”
লোকসভা ভোটে ইলেক্ট্রনিক মেশিন হ্যাক হতে পারে বলে কার্যত বড় আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এ ব্যাপারে ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে আলোচনা হবে।
মমতা (Mamata Banerjee) বলেন, “আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে। কিছু প্রমাণ আমরা খুঁজছি। সেসব হাতে এলে জোটের আগামী বৈঠকে এটা নিয়ে আলোচনা করব’। এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় আসবে বিরোধী জোট। এই জোটের অস্তিত্ব গোটা দেশে রয়েছে। NDA ছেড়ে সমস্ত শরিক দল চলে গিয়েছে। NDA-র আর কোনও গুরুত্ব নেই।”
মমতা (Mamata Banerjee) বলেন, “আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে। কিছু প্রমাণ আমরা খুঁজছি। সেসব হাতে এলে জোটের আগামী বৈঠকে এটা নিয়ে আলোচনা করব’। এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় আসবে বিরোধী জোট। এই জোটের অস্তিত্ব গোটা দেশে রয়েছে। NDA ছেড়ে সমস্ত শরিক দল চলে গিয়েছে। NDA-র আর কোনও গুরুত্ব নেই।”