ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে মুখ্যমন্ত্রীর সভা, পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ সুপার
স্বপ্নীল মজুমদার
আগামী মঙ্গলবার ঝাড়গ্রাম জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিকস্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার জেলা শাসক সুনীল আগরওয়াল, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ জেলা পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন।
প্রশাসন সূত্রের খবর, বুধবার ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের দিবসের অনুষ্ঠান ঝাড়গ্রাম স্টেডিয়ামেই হচ্ছে। অনুষ্ঠান স্টলের মঞ্চ এবং বিভিন্ন স্টল করা হবে স্টেডিয়ামে।
জানা গিয়েছে, মঙ্গলবার ঝাড়গ্রামে এসে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই রাতেও মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে থাকবেন। বৃহস্পতিবার ফিরে যাবেন।
পঞ্চায়েত ভোটে এবার ঝাড়গ্রাম জেলায় বিপুল জয় হয়েছে তৃণমূলের। আগামী বছর লোকসভা ভোট। তার আগে মুখ্যমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।