আদিবাসীদের উপাস্য দেবতার মূর্তি চুরি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলপাহাড়ির ওড়গোন্দা এলাকায়। ওড়গোন্দার মাঠে চল্লা, নিম ও ডমবুরু গাছের তলায় রয়েছে কয়েকশো বছরের বাবা ভৈরবের থান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উন্মুক্ত প্রাঙ্গণে বছরের পর বছর বাবা ভৈরবের মূর্তিটি ছিল।
অনুমান, বৃহস্পতিবার রাতে পোড়া মাটির ওই মূর্তিটি চুরি হয়ে গিয়েছে। শুক্রবার সকালে ভৈরব থানের পূজারী তপন পাহান পুজো করতে এসে দেখেন মূর্তিটি নেই। খবর পেয়ে আসেন আর এক পূজারী দেবাশিস পাহান। মূর্তি চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব থানে তদন্তে যায় বেলপাহাড়ি থানার পুলিশ।
দেবাশিসবাবু বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। শিলদার কাছে বাঁকুড়াগামী রাস্তার ধারে মাঠের মাঝে ভৈরব থানটি রয়েছে। প্রতি বছর বিজয়া দশমীর পরের দিন থেকে দ্বাদশী তিথি পর্যন্ত সেখানে আদিবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। সারা ভারতের আদিবাসীরা ওই মেলায় সমবেত হন।
এমন একটি পবিত্র ধর্মীয় স্থানের মূর্তি কে বা কারা চুরি করল সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভৈরব থানের এলাকায় আলোর ব্যবস্থা ও সর্বক্ষণ পুলিশি নজরদারির দাবি করেছেন।