ক্রিকেট
ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে বাড়তি সুবিধা নয়, ভারতীয় বিদেশ মন্ত্রকের সাফ বার্তা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
ভারতে বিশ্বকাপ খেলতে আসলে কোনরকম বাড়তি সুবিধা নয় পাকিস্তান ক্রিকেট দলকে। সাফ বার্তা ভারতীয় বিদেশ মন্ত্রকের।
অনেক ভেনুতেই নির্দিষ্ট প্রতিপক্ষর বিরুদ্ধে খেলার আপত্তি জানিয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষ টিম পাঠানো হয়েছে, এরপরও পাকিস্তান দলের আসা নির্ভর করছিল সে দেশের সরকারের ওপর।
কিছুদিন আগেই সরকারের ছাড়পত্র পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ছাড়পত্রেও এমন ভাব দেখানো হচ্ছে যেন, বিশ্বকাপ খেলতে আসাটা ভারতকে দয়া করা হচ্ছে।
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। এই নিয়ে যেন বায়নাক্কার শেষ নেই পাকিস্তানের। দীর্ঘ সময় ধরেই চলছে। বিশ্বকাপে খেলতে না আসারও হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসি টুর্নামেন্টে খেলতে না এলে , ক্ষতি তাদেরই, টের পেয়ে যাবতীয় হুমকি থেকে পিছু হঠেছে। বায়নাক্কা অবশ্য কমেনি। খসড়া সূচি পাঠানোর পর, তা নিয়ে হয়েছে প্রবল জলঘোলা।