ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলায় ‘শিক্ষারত্ন’ পাচ্ছেন সুব্রত মহাপাত্র

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম জেলায় ‘শিক্ষারত্ন’ পাচ্ছেন সুব্রত মহাপাত্র

এ বছর ঝাড়গ্রাম জেলা থেকে রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন বেলিয়াবেড়া কৃষ্ণচন্দ্র স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র।

বছর পঞ্চাশের সুব্রতবাবু ভূগোলে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত। তিনি ওই স্কুলে ভূগোলের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সমাজসেবাও করেন তিনি। এলাকার ৮ জন নাবালিকার বিয়ে আটকে তাদের স্কুলে ফিরিয়েছেন।

মদ বিরোধী পোস্টার সাঁটিয়ে গ্রামবাসীদের সচেতনতার পাঠ দেন। স্কুলছুটদের স্কুলে ফেরান। তাঁর আদিবাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইল থানার কুলটিকরি গ্রামে। ২০০১ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বেলিয়াবেড়া কৃষ্ণচন্দ্র স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহশিক্ষকের চাকরিতে যোগদান।

ঝাড়গ্রাম জেলায় ‘শিক্ষারত্ন’ পাচ্ছেন সুব্রত মহাপাত্র

২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে স্কুলের সহকারী প্রধানশিক্ষকের দায়িত্বে আছেন। ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন মেদিনীপুর শহরে। করোনা কালে মেদিনীপুর থেকে ৮০ কিমি বাইক চালিয়ে বেলিয়াবেড়ায় এসে ছাত্রছাত্রীদের বাড়ি-বাড়ি গিয়ে পড়া দেখিয়ে দিয়ে প্রশংসিত হন তিনি।

সুব্রতবাবু বলেন, ‘‘শিক্ষারত্ন সম্মান আমি আমার অগণিত ছাত্রছাত্রী ও বেলিয়াবেড়া ব্লকের বাসিন্দাদের উৎসর্গ করছি।’’

আরও পড়ুন ::

Back to top button