উৎক্ষেপণের পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন সৌরজান আদিত্য এল ১, পরবর্তী পদক্ষেপ জানালো ISRO
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
সূর্যের রহস্য উন্মোচনে পাড়ি দিয়েছে আদিত্য-L1। শনিবার অর্থাৎ 2 সেপ্টেম্বর ISRO সফলভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করেছে PSLV রকেট।
যানটি পৃথিবীর প্রথম কক্ষপথ ছেড়ে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে। 1 হাজার 480 কিলোগ্রাম ওজনের মহাকাশযানটি উৎক্ষেপণের পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে বলে আগেই জানিয়েছে ইসরো।
ইসরো সূত্রে খবর , ৩ সেপ্টেম্বর তাদের সৌরযান আদিত্য-L1 তার প্রথম কক্ষপথ পরিবর্তন করবে। রবিবার সকাল ১১:৪৫ মিনিটে ইসরো প্রথম আর্থ-বাউন্ড ফায়ারিং করেছে।
গন্তব্যে পৌঁছাতে যানটির সময় লাগবে প্রায় চার মাস। ইতিমধ্যেই মহাকাশে PSLV রকেটের থেকে আলাদা হয়ে গিয়েছে আদিত্য-L1 কৃত্রিম উপগ্রহটি। এখন এটি কয়েক দিন পৃথিবীকে ঘিরে চক্কর কাটবে। তারপর যেতে শুরু করবে সূর্যের দিকে। পৃথিবীকে 235 কিলোমিটার X 19500 কিলোমিটার ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে ইসরোর আদিত্য-L1।