ভারতীয় নৌবাহিনীর তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে নাবিক (জেনারেল ডিউটি ডোমেস্টিক ব্রাঞ্চ) ও মেকানিক্যাল পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।
সূত্রের খবর, মোট ৩৫০ জনকে নেওয়া হবে। নাবিক (জেনারেল ডিউটি) দের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
মেকানিক্যাল প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাশ এবং ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা টেলি কমিউনিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। যে কোনও পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা। এসসি ও এসটি প্রার্থীদের আবেদন ফি লাগবে না।নাবিক পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।