রাজ্য

Weather update: আগামী ২৪ ঘণ্টা বাংলায় নেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস

Weather update: আগামী ২৪ ঘণ্টা বাংলায় নেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি। বুধ-বৃহস্পতিবার নাগাদ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি কতটা মেটে এখন সেটাই দেখার। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের পাশাপাশি বুধবারেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

তবে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা ওড়িশামুখী হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলার উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের পাশাপাশি বুধবারেও কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।

 

আরও পড়ুন ::

Back to top button