ইডিকে ২১ সেপ্টেম্বরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তির খতিয়ান পেশ করতে হবে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
২১ সেপ্টেম্বরের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও , সমস্ত ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান (লিস্ট অফ অ্যাসেটস) পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ যদি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও হন, তাঁর সমস্ত সম্পত্তির খতিয়ান পেশ করতে হবে ইডিকে।
এখনও পর্যন্ত তদন্তে ইডি যা পেয়েছে , সঙ্গে রুপালি পর্দার অর্থাৎ সিনেমা জগতের কিছু ব্যক্তির যোগ পেয়েছেন তদন্তকারীরা। এদেরও সমস্ত সম্পত্তির খতিয়ান পেশ করতে নির্দেশ ইডিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি , সিবিআই ঘটনা তদন্ত করলেও কলকাতা পুলিশ এ বিষয়ে কোনও তদন্ত করতে পারবে না।
লিপস্ এণ্ড বাউন্সের ১৬ টি ফাইলের নথি প্রামাণ্য তথ্য হিসাবে আদালতে দাখিল হবে না , আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে ED , এই ১৬ টি ফাইল তদন্তের কোথাও ব্যবহার করবে না তারা। কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি।
লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ED আধিকারিকের ডাউনলোড করা ১৬ ফাইলের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয়েছিল ইডি। কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সংস্থা। সেই আবেদনের প্রেক্ষিতেই ইডি আবেদনের শুনানি হবে আগামী ২১ সেপ্টেম্বর। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।