কর্ম সন্ধান

৭৪ টি শূন্যপদে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Central Pollution Control Board Recruitment 2023 : ৭৪ টি শূন্যপদে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি - West Bengal News 24
Central Pollution Control Board Recruitment 2023

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের জন্য চুক্তি ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। মোট ৭৪ টি শূন্যপদ রয়েছে। এই চাকরিতে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পাওয়া যাবে।

৬৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত সব খুঁটিনাটি তথ্য জেনে রাখা জরুরি। cpcb.nic.in-এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। সব তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। ফর্মটি ডাউনলোড করে রেখে দিতে হবে।

কনসালট্যান্ট ‘এ’ পদে বেতন মাসে ৬০,০০০ টাকা। কনসালট্যান্ট ‘বি’ পদে বেতন মাসে ৮০,০০০ টাকা। কনসালট্যান্ট ‘সি’ পদে বেতন মাসে ১,০০,০০০ টাকা।

কনসালট্যান্ট ‘এ’ ও ‘বি’ পদের জন্য এনভায়রনমেন্টার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর অথবা এনভায়রনমেন্টার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে।

সঙ্গে থাকতে হবে এমএস অফিস সম্পর্কে দক্ষতা। কনসালট্যান্ট ‘সি’ পদের জন্য এনভায়রনমেন্টার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক বা স্নাতকোত্তর বা পিএইডি ডিগ্রি থাকা প্রয়োজন।

আরও পড়ুন ::

Back to top button