তারকা ব্যাটারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারতে আসছে শাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে হঠাৎই অবসর ঘোষণা করেছিলেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে একদিনেই সিদ্ধান্ত বদলান।
তবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি তামিমের। তারকা ব্যাটসম্যানকে পদ্মা পাড়ে রেখেই ভারতে আসছে শাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
অবসর সিদ্ধান্ত থেকে ফেরার পর দ্বিতীয় ওডিআইতে প্রথম খেলেন তামিম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৪ রান করেন তিনি। তৃতীয় ম্যাচে খেলেননি।
সূত্রের খবর, তামিম নির্বাচকদের বার্তা দিয়েছিলেন , চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর চোটের বিষয়টি যেন বিবেচনা করা হয়। আধা ফিট তামিমকে রাখা ঝুঁকির ভেবেই কি তবে নির্বাচকদের এমন সিদ্ধান্ত ? বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটার তামিম।
তাঁকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা এককথায় বড় চমক। তামিমকে বাদ দেওয়া হয়েছে! মনে করা হচ্ছে, পিঠের চোটের কারণে নিজেই দেশকে চাপে ফেলতে চাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ভাবে এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
একনজরে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (সহ অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, মাহমুদুল্লা রিয়াদ।