কর্ম সন্ধান

একজিকিউটিভ ট্রেনি হিসাবে ৯১ জনকে নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

DVC Recruitment 2023 : একজিকিউটিভ ট্রেনি হিসাবে ৯১ জনকে নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন - West Bengal News 24
DVC Recruitment 2023

ডিভিসি-তে একজিকিউটিভ ট্রেনি হিসাবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সহ কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আইটি এবং মাইনিং ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে।

এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বি.টেক বা বি.ই পাশ করতে হবে। একজিকিউটিভ ট্রেনি হিসাবে ৯১ জনকে নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন।

এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে নিয়োগের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা রয়েছে।

এই পদে আবেদনে ইচ্ছুকদের অনলাইনে আবেদন করতে হবে। ডিভিসি-র এই পদে আবেদন শুরু হচ্ছে ১ লা অক্টোবর থেকে। তা চলবে ৩০ শে অক্টোবর পর্যন্ত।

আবেদনের জন্য ৩০০ টাকা ফি জমা দিতে হবে। ডিভিসির এই পদের জন্য বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। ২৯ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের পর যে অ্যাকনলেজ স্লিপ জেনারেট হবে, তা ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। আবেদনকারীদের মধ্যে বাছাই করে ইন্টারভিউ নেওয়া হবে।

আরও পড়ুন ::

Back to top button