শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অভিষেকের প্রশ্ন, তৃণমূলে থাকাকালীন কেন আবাস যোজনা এবং একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেননি বর্তমান বিরোধী দলনেতা ?
কেন্দ্রীয় বকেয়া আদায় নিয়ে বিজেপি-র উপরে আরও চাপ বাড়িয়ে এবার সরাসরি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
সুকান্ত মজুমদারের মোবাইল নম্বর ধরনা মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি রাজ্য সভাপতিকে ফোন করে ১০০ দিনের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘যে বলছে দুর্নীতি হয়েছে, সে তো ২০২০ সাল পর্যন্ত তৃণমূলে ছিল। তখন বললে না কেন ? তখন তো চার মন্ত্রিত্ব নিয়ে বসে ছিলে।’ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতি মন্ত্রী সাধ্বী নিরঞ্জনকে বকেয়া বরাদ্দ নিয়ে রাজ ভবনে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন অভিষেক৷ শুভেন্দু-সুকান্তকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘আমাকে বিজেপি তার মঞ্চে বলার সুযোগ করে দিক। আমার ইগো নেই। আমি যাব। এই মঞ্চে শুভেন্দু বাবু , সুকান্ত বাবু আসুক। কোনও বাধা নেই। আসলে ওনাদের তথ্য ভুয়ো৷’
তৃণমূল ধরনা কর্মসূচি শুরু করার পর এ দিনই দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তৃণমূলের বিক্ষোভের জেরে চাপে পড়েই রাজ্যপাল শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের সময় দিতে বাধ্য হয়েছেন বলে দাবি তৃণমূলের৷