রাজনীতিরাজ্য

দার্জিলিংয়ে তৃণমূলের সাথে সাক্ষাৎ রাজ্যপালের, অভিষেকের প্রশংসায় রাজ্যপাল বোস!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : দার্জিলিংয়ে তৃণমূলের সাথে সাক্ষাৎ রাজ্যপালের, অভিষেকের প্রশংসায় রাজ্যপাল বোস! - West Bengal News 24

রাজ্যপালের ডাকে দার্জিলিংয়ে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা জানিয়েছে, খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, তৃণমূলের দাবি, রাজ্যপাল এদিনের বৈঠকে অভিষেকের ভূয়সী প্রসংশাও করেছেন। রাজ্যপাল অভিষেক প্রসঙ্গে বলেছেন, ‘আপকামিং লিডার অব নেশন’, দাবি তৃণমূলের প্রতিনিধি দলের।

রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতা থেকে শুরু করে ছাত্র, যুব সংগঠনের বহু মুখ। তিনদিন ধরে এই ধরনা চলছে। অভিষেক জানিয়েছেন, রাজ্যপাল কলকাতায় না ফেরা অবধি ধরনা চলবে। রাজভবন সূত্রে খবর , তৃণমূলের প্রতিনিধিদের রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, তাদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারকে জানাবেন। বাংলার মানুষের জন্য তিনি যা করার সবটাই করবেন।

অভিষেকের দাবি , “আমার ভেবে অবাক লাগল , রাজ্যপালের একটাই কর্মসূচি ছিল তৃণমূলের সঙ্গে দেখা করা। তাহলে আপনি কলকাতায় এলেন না কেন ? সবাই দেখা করতে পারত। আমদের দাবি যে ন্যায্য রাজ্যপাল তা স্বীকার করেছেন। উনি বলেছেন কলকাতায় ফিরে দেখা করবেন। তবে রাজনৈতিক চাপ থাকলে কিছু করতে পারবেন না, সেটাও রাজ্যপাল বলেছেন।”

আরও পড়ুন ::

Back to top button