দলের বিধায়করা যাতে নিজেদের এলাকা ছেড়ে দলের অনুমতি না নিয়ে কোথাও না যান , সেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন কালীঘাটে নিজের বাসভবনে মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সামনেই দুর্গা পুজো , আবার শহর জুড়ে ডেঙ্গির দাপট – এই অবস্থায় এমনই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শাসক দলেরই এক বিধায়ক দলীয় নেতৃত্বকে কিছু না জানিয়েই আচমকা ব্যাঙ্কক বেড়াতে চলে গিয়েছেন৷ দলের নেতাদের মাধ্যমে সেই খবর এসে পৌঁছয় তৃণমূলনেত্রীর কানেও৷
মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুলিশে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল৷ সূত্রের খবর , বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে৷ এর মধ্যে ৮৪০০ পুরুষ কনস্টেবল এবং ৩৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে৷ পুজোর মুখে এবং লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলিশে বিপুল নিয়োগের সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷