রাজনীতিরাজ্য

সব নাটক, কিছু হয়নি – জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jyotipriya Mallick : সব নাটক, কিছু হয়নি – জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর - West Bengal News 24

অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ”কিচ্ছু হয়নি , সব নাটক” – এই ভাষাতেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার। শনিবার রাতে তমলুকের নিমতৌড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর উদ্বোধনে আসেন তিনি।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘মেডিকেল রিপোর্টে কিচ্ছু নেই। ওনার ডাইবেটিস ছিল। পুরনো রোগ। তাছাড়া কিচ্ছু হয়নি।’ তাঁর এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর।

প্রসঙ্গত, আদালত ইডি হেফাজতের নির্দেশ দিতেই এজলাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দ্রুত তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই ফের আরও একদফায় তাঁর শরীরে ইউরিয়া, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, সোডিয়াম, শর্করার পরীক্ষা হয়েছে। সব রিপোর্টই এসেছে স্বাভাবিক। এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

সূত্রের খবর , এদিন আবার হাসপাতালে যেতে পারেন তদন্তকারী আধিকারিকরা। মাত্র কয়েক বছরে জ্যোতিপ্রিয়র সম্পত্তি কীভাবে চড়চড়িয়ে বেড়ে গেল সে প্রশ্ন ঘুরছে নানা মহলে। উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আপাতত আদালতের নির্দেশে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে।

আরও পড়ুন ::

Back to top button