ক্রিকেট

ইডেনে ম্যাচে টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ –সিএবিকে ময়দান থানায় হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ইডেনে ম্যাচে টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ –সিএবিকে ময়দান থানায় হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের

একটা টিকিটের জন্য হাপিত্যেশ করছে সাধারণ দর্শকরা। টিকিট পাচ্ছেন না বিধায়করাও। এসবের মধ্যেই কলকাতা পুলিশের নোটিস গেল সিএবির কাছে। কারণ ইডেনের ম্যাচে টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সিএবিকে নোটিস পাঠানো হয়েছে ময়দান থানার তরফে।

আগামীকাল বৃহস্পতিবার সিএবির তরফে কোনও প্রতিনিধিকে ময়দান থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। যে সংস্থা অনলাইনে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি করছে, সেই সংস্থাকে নোটিস পাঠিয়েছে পুলিশ। তাদেরও আগামীকাল থানায় গিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিআরপিসির ৯১ নম্বর ধারায় ডেকে পাঠানো হয়েছে। নথি সহ ময়দান থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

অভিযোগকারীর বক্তব্য, অনলাইনে ম্যাচের টিকিট যে সংস্থার তরফে বিক্রি করা হচ্ছে, সেখানে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এর ফলে সাধারণ ক্রিকেট প্রেমীরা ম্যাচের টিকিট পাচ্ছেন না। অভিযোগকারীর আরও বক্তব্য এই ঘটনার পিছনে অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থা, বিসিসিআই ও সিএবির একাংশের হাত থাকতে পারে। ইচ্ছাকৃতভাবে একটা বড় অংশের টিকিট আলাদা করে সরিয়ে পরে কালোবাজারির আশঙ্কা করছেন তিনি।

অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার কোনও যোগাযোগ রয়েছে কি ? এই ব্যাপারে দায় এড়িয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। রবিবারের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য বিধায়কদের যাতে অন্তত একটি করে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়, সিএবি-কে সেই অনুরোধ জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই কলকাতা পুলিশের নোটিস গেল সিএবির কাছে। ইডেনের ম্যাচে টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে।

আরও পড়ুন ::

Back to top button