আটা নিয়েও দুর্নীতি? পুলিশের খাতায় কেন খোঁজ নেই বাকিবুরের – সন্দেহ প্রকাশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
রেশনে চালের পাশাপাশি আটা নিয়েও দুর্নীতি হয়েছে বলে দাবি ইডি-র। সেই দুর্নীতির ক্ষেত্রে পুলিশের খাতায় চালকল মালিক বাকিবুরের নাম উঠল না কেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, বাকিবুরের গাড়ি থাকত প্রাক্তন খাদ্যমন্ত্রীর কনভয়ে।
সেই বাকিবুর রহমান যে কতটা প্রভাবশালী, সেটা সহজেই অনুমানমেয়। তাহলে রাজ্য পুলিশ কেন তদন্ত থেকে বাদ রাখল বাকিবুরকে ? নদিয়া জুড়ে যাঁর একাধিক চালকল, তিনি কীভাবে পুলিশের নজর এড়িয়ে গেলেন?
২০২০, ২০২১ ও ২০২২ সালে রাজ্য পুলিশ এই দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা করে তদন্ত করে। কোতোয়ালি, নবদ্বীপ ও কৃষ্ণনগর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছিল পুলিশ।
কেন্দ্রীয় সংস্থা প্রশ্ন তুলছে, তিনটি মামলার তদন্ত হল অথচ বাকিবুরের নাম সামনে এল না কেন? তদন্ত হওয়া সত্ত্বেও বাকিবুরের মিলে পুলিশ অভিযান চালাল না কেন ? তা নিয়ে এবার সন্দেহ প্রকাশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তদন্তের ভিত্তিতে তৈরি হয় চার্জশিট। সেই মামলা খতিয়ে দেখতে গিয়ে ইডি জানতে পেরেছে, খোলা বাজারে সরকারি স্ট্যাম্প মারা রেশনের আটা বিক্রির অভিযোগ উঠেছিল। সেই আটা বাকিবুরের মিলে ভাঙানো হত বলে দাবি ইডি-র। কোনও প্রভাবশালীর হাত থাকাতেই পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি, এমন সন্দেহও উড়িয়ে দিচ্ছে না ইডি।