রাজ্য

‘কিং কোহলির’ আর্বিভাব দিবস পালনে মুখিয়ে তিলোত্তমা – কোহলিকে ‘বিরাট’ শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

'কিং কোহলির’ আর্বিভাব দিবস পালনে মুখিয়ে তিলোত্তমা - কোহলিকে 'বিরাট' শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

পার করেছেন জীবনের ৩৪ টা বসন্ত। ৩৫ তম বসন্তের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন ভারতের কিং কোহলি। এক কন্যা সন্তানের পিতা বিরাট , এদিনই আবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন ইডেনে। ভারতের জয় তো সেলিব্রেট হবেই , সেই সাথে কিং কোহলির আবির্ভাব দিবস পালন করতে মুখিয়ে তিলোত্তমা।

ভারতের তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আমার খুব খুশি লাগছে যে কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তাঁর জন্মদিনে কলকাতায় রয়েছেন। একইদিনে তিনি একটি ঐতিহাসিক ম্যাচও খেলতে চলছেন। বিরাটকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর ও তাঁর পরিবারের সাফল্য কামনা করি।’ এই পোস্টের সঙ্গেই টুইটারে বিরাটের একটি ছবিও পোস্ট করেছেন মমতা।

এদিন ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। অতীতে বিশ্বকাপ জয়ের স্বাদ না পেলেও এবারে বিশ্বকাপ জয় করে ট্রফি নিয়ে দেশে ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। তারা যে চ্যাম্পিয়ন হওয়ার কতটা দাবিদার তাদের বিশ্বকাপের মঞ্চে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সই সে কথাই বলছে। ওদিকে ঘরের মাঠে দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বাদ কোনমতেই হাতছাড়া করতে রাজি নয় রোহিতের নেতৃত্বাধীন মেন ইন ব্লু।

যদিও ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট ঘিরে ইতিমধ্যেই উঠেছে কালোবাজারি অভিযোগ। খোদ সিএবি সদস্যরা টিকিট পাননি বলেই উঠেছে বিস্ফোরক অভিযোগ। বিশ্বকাপের মঞ্চে দুই দলই যে ফর্মে রয়েছে তাতে আজকের ম্যাচকেই অনেকেই বিশ্বকাপের অলিখিত ফাইনাল বলেই মনে করছেন। অতীতের ম্যাচগুলির মতো জন্মদিনেও কি জ্বলে উঠবেন বিরাট ? নাকি নিজের পায়ে আমার ইডেন গার্ডেন্সেও আবারও একটা সেঞ্চুরি হাঁকাবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ? অপেক্ষা কয়েক ঘণ্টার।

আরও পড়ুন ::

Back to top button