মহুয়া-বিতর্ক সত্ত্বেও বেঙ্গল বিজনেস সামিটে আদানির উপস্থিতি থাকবে কি? জল্পনা তুঙ্গে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
মহুয়া-বিতর্ক সত্ত্বেও বেঙ্গল বিজনেস সামিটে আদানির উপস্থিতি থাকবে কি ? আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন তোলা নিয়ে বর্তমানে কোপের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ।
মহুয়ার এই প্রশ্ন বিতর্ক নিয়ে যখন সংসদ থেকে গোটা দেশের রাজনীতিতে জলঘোলা চলছে, তখন বেঙ্গল বিজনেস সামিটে শিল্পপতি আদানির উপস্থিতি জরুরি বলেই মনে করছে রাজ্য।
মহুয়া মৈত্রের বিতর্কের পরেও বেঙ্গল বিজনেস সামিটে শিল্পপতি আদানি আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। রাজ্যের মন্ত্রী স্পষ্ট বলেন, “এই বিষয়টি মহুয়া মৈত্রকে হ্যান্ডেল করতে হবে।”
যেভাবে তাঁকে সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছে এথিক্স কমিটি, তা সমর্থনযোগ্য নয় বলেও জানান শশী পাঁজা। তিনি বলেন, “এই বিষয়ে রাজনীতি হওয়া উচিত নয়।” রাজ্যের শিল্প-উন্নয়নের ক্ষেত্রে আদানির সঙ্গে যে-যে চুক্তি হচ্ছে তা বাস্তবায়িত হবে বলেও আশাবাদী তিনি।
কোনও কিছুর জন্য উন্নয়ন থমকে থাকতে পারে না বলে স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বেঙ্গল প্যাভিলিয়নের উদ্বোধনে এসে মহুয়া সম্পর্কে দলের অবস্থানও একপ্রকার স্পষ্ট করে দিলেন তিনি।
পাশাপাশি শশী পাঁজার সতর্কতামূলক মন্তব্য, রাজ্য সরকার বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে। পাশাপাশি সিঙ্গুরে ক্ষতিপূরণ প্রসঙ্গে শশী পাঁজার সতর্কতামূলক মন্তব্য, রাজ্য সরকার বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে।