টলিউড

কুণাল ঘোষের কাহিনী অবলম্বনে ওয়েব সিরিজ, মাও নেত্রীর ভূমিকায় সোহিনী, রয়েছেন পদ্মাপাড়ের তারকা আরফিন শুভ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কুণাল ঘোষের কাহিনী অবলম্বনে ওয়েব সিরিজ, মাও নেত্রীর ভূমিকায় সোহিনী, রয়েছেন পদ্মাপাড়ের তারকা আরফিন শুভ

কুনাল ঘোষের লেখনি , এবার কাহিনীকারের ভূমিকায় তৃণমূল মুখপাত্র । তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ়। তাঁর লেখা ‘পথ হারাব বলেই’ এর গল্প থেকে তৈরি হচ্ছে সিরিজ়টি। নাম দেওয়া হয়েছে ‘লহু’।

সূত্রের খবর , চিত্রনাট্য পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়। ওয়েব সিরিজে একজন মাও নেত্রীর ভূমিকায় দেখা যাবে টলি সুন্দরী সোহিনী সরকারকে। চমকের এখানেই শেষ নয় , এই ওয়েব সিরিজে সোহিনীর বিপরীতে প্রথমবার অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরফিন শুভ।

১৮ নভেম্বর থেকে শুরু হবে এর শ্যুটিং। জানা যাচ্ছে , কলকাতার পাশাপাশি শিলং সহ আরও একাধিক জায়গায় এই শ্যুটিং।

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কথায় , নদিয়ার একটি মফস্সলে আশ্রয় নেন এক মাওবাদী নেত্রী। তাঁকে আশ্রয় দেন তাঁরই দলের অন্যান্য সদস্য। দিনের পর দিন ছদ্মবেশে সেখানেই থাকতে শুরু করেন মাও নেত্রী। এদিকে তাঁর খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে পুলিশও। এরপর এই এলাকায় পাঠানো হয় স্পেশাল ব্রাঞ্চের এক দুঁদে অফিসারকে। ওই পুলিশ আধিকারিক সংশ্লিষ্ট এলাকায় ছদ্মবেশে থাকতে শুরু করেন। তবে সেই খবরও পেয়ে যান মাও নেত্রী।

অভিনেত্রী সোহিনী সরকার জানিয়েছেন , অ্যাকশন ও রোমাঞ্চকর সংমিশ্রণেই তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ়টি। কুণাল ঘোষের উপন্যাসের এই প্রেক্ষাপটেই চিত্রনাট্যটি নির্মাণ করছেন রাহুল। কুণাল ঘোষ বলেছেন, তাঁর ‘পথ হারাব বলেই’ উপন্যাসের স্বত্ব কেনা হয়েছে। কলকাতার পাশাপাশি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

আরও পড়ুন ::

Back to top button