জাতীয়

প্রয়াত সাহারাশ্রী সুব্রত রায়, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রয়াত সাহারাশ্রী সুব্রত রায়, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন সাহারাশ্রী সুব্রত রায়। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

সাহারা ইন্ডিয়া-র পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে সুব্রত রায়ের মৃত্যু সংবাদ জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ দীর্ঘ দিন ধরেই হাইপারটেনশন , ডায়াবেটিস , মেটাস্টাটিক ম্যালিগন্যান্সির মতো সমস্যায় ভুগছিলেন সুব্রত রায়৷

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১২ নভেম্বর তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এ ভর্তি করা হয় ।

প্রথমে সাহারা থাকলেও পরে সাহারা ইন্ডিয়া পরিবারে রূপান্তরিত করে সুব্রত বাবু। সংস্থার মূল ব্যবসা যে আর্থিক স্কিম গুলির উপরে ছিল , সেগুলিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সাহারাকে অভিযুক্ত করে নিয়ন্ত্রক সংস্থা সেবি ৷

দীর্ঘ দিন আইনি লড়াইয়ের পর অবশ্য সেবি-র নির্দেশকেই বজায় রাখে সুপ্রিম কোর্ট৷ বিনিয়োগকারীদের অর্থ প্রায় ১৫ শতাংশ সুদ সহ ফেরত দিতে সংস্থাকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন ::

Back to top button