গীতা জয়ন্তীতে কলকাতায় এক লক্ষ কণ্ঠে গীতাপাঠ – প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লিতে সুকান্ত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
গীতা জয়ন্তী উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর এই এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন কলকাতায়। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে রয়েছেন সাধু-সন্তদের এক প্রতিনিধি দলও। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দিল্লিতে দেখা করার কথা রয়েছে সুকান্তর।
সেখানেই প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাবেন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ। প্রসঙ্গত, আগামী বছরেই লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে জনসংযোগে কোনও খামতি রাখছে না বঙ্গ বিজেপি শিবির। সম্প্রতি বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করেও মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা দেখা গিয়েছে বঙ্গ বিজেপির। খাতায় কলমে সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মীয় একটি কর্মসূচি। আয়োজনেও সরাসরি বিজেপি নেই। আয়োজন করছে বিভিন্ন মঠ ও মন্দিরের মিলিত একটি মঞ্চ।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বললেন, “বিভিন্ন মঠ ও মন্দিরে তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে। তাঁরা এক লাখ কণ্ঠে গীতাপাঠের উদ্যোগ নিয়েছেন। তাঁদের প্রতিনিধিদের নিয়ে আজ আমি দিল্লিতে যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে।” বিজেপির রাজ্য সভাপতি আরও জানালেন, গীতা জয়ন্তী উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর এই এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে কলকাতায়।
আরও বললেন, “সেদিন প্রধানমন্ত্রী যাতে কলকাতায় আসেন এবং গীতাপাঠের অনুষ্ঠানে এক লাখ মানুষের মাঝে যাতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সেই আমন্ত্রণ জানানো হবে। সেই কারণেই আজকের দিল্লি যাত্রা।” লোকসভা ভোটের মুখে এই ধর্মীয় কর্মসূচি ঘিরেও বিজেপি মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।