জাতীয়

ট্র্যাকম্যানদের উপরেই জিপিএস-এর মাধ্যমে নজরদারি রেলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ট্র্যাকম্যানদের উপরেই জিপিএস-এর মাধ্যমে নজরদারি রেলের

যত্রতত্র লাইন ভেঙে ট্রেন দুর্ঘটনা রুখতে এবার সেই সব ট্র্যাকম্যানদের উপরেই জিপিএস-এর মাধ্যমে নজরদারি করবেন রেল-কর্তৃপক্ষ।

নাশকতা-অন্তর্ঘাত ছাড়াও রেল আর রেলকর্মীদের গাফিলতি জনিত বিভিন্ন কারণে দুর্ঘটনায় পড়ে ট্রেন। তার মধ্যে রেললাইন ভাঙা থাকায় বিপত্তি ঘটে অনেক ক্ষেত্রেই। সেই সব ক্ষেত্রে নজরদারিতে গাফিলতির জন্য আঙুল ওঠে লাইনে নজরদারির জন্য নিযুক্ত রেলকর্মীদের দিকে।

রেল সূত্রের খবর , ট্র্যাক ম্যানদের দেওয়া হবে মোবাইল ফোন। তাতে থাকবে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ বা জিপিএস প্রযুক্তি। সেই প্রযুক্তির সাহায্যেই প্রয়োজন অনুযায়ী ট্র্যাকম্যানদের অবস্থান দেখে নেবে রেল কন্ট্রোল।

তাঁরা লাইনে ঠিকঠাক নজর রাখছেন কি না, নজর রাখা হবে তার উপরে। দরকার পড়লে ওই প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকম্যানেরাও কন্ট্রোলে খবর পাঠাবেন।

আরও পড়ুন ::

Back to top button