আগামী এপ্রিলেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন যে আগামী এপ্রিল মাসের মধ্যেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে। তিনি বলেন যে মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতার হবে।
মন্দিরটি ২০১৯ সালে নির্মাণ শুরু হয়েছিল। এটি তৈরির জন্য ১৪৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। মন্দিরটি তৈরির কাজটি হিডকো (Housing Infrastructure Development Corporation) করছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাটি দিঘা পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর গেরুয়া রং নিয়ে মন্তব্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগদ্ধাত্রী পুজো উদ্বোধন অনুষ্ঠানে বিজেপির সমালোচনা করে বলেন যে তারা সবকিছু গেরুয়া রং করে দিচ্ছে। তিনি বলেন যে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের জার্সির রং এবং মেট্রো স্টেশনের রংও গেরুয়া করা হয়েছে।
বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে নিরর্থক বলেও অভিহিত করা হয়েছে। বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন যে গেরুয়া রং ভারতীয়ত্বের প্রতীক।
পোস্তা বাজারের জমি সমস্যা
পোস্তা ব্যবসায়ীদের তরফে মুখ্যমন্ত্রীর কাছে পোস্তা বাজারের জমি সমস্যার কথা তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী বলেন যে পোস্তার জমি নিয়ে মামলা চলছে এবং রাজ্য সরকারই এর মালিক। তিনি বলেন যে বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে এবং পার্কিং ফি অবৈধভাবে আদায় করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।