ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আকাশে ‘খেলা’! সূর্যকিরণের কসরৎ মুগ্ধ হবেন আপনিও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আকাশে ‘খেলা’! সূর্যকিরণের কসরৎ মুগ্ধ হবেন আপনিও

বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আকাশে হবে অন্য খেলা , মুগ্ধ করবে সূর্যকিরণ! কি ? বুঝতে পারছেন না ? ভারতীয় বায়ুসেনার ৯টি যুদ্ধবিমানের বিশেষ এয়ার শো৷ ভারতীয় বায়ুসেনার এই ৯টি যুদ্ধবিমানকে সমবেত ভাবে বলা হয় সূর্যকিরণ৷

মাঝ আকাশে চোখ ধাঁধানো বিভিন্ন কসরৎ করে দেখাবে তারা৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আকাশে ১০ মিনিটের বিশেষ প্রদর্শনী করবে ৯টি যুদ্ধবিমান৷

বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আকাশে ‘খেলা’! সূর্যকিরণের কসরৎ মুগ্ধ হবেন আপনিও

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগাফাইনাল রবিবার। প্রার্থনায় বসেছে গোটা দেশ। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে চাঁদের হাট।

দুই দেশের প্রধনামন্ত্রী -নরেন্দ্র মোদি ও অ্যান্টনি আলবানিজেরও উপস্থিত থাকার কথা। আগামীকাল , রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের আগে থাকছে নানা চমক।

আরও পড়ুন ::

Back to top button