ক্রিকেট
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আকাশে ‘খেলা’! সূর্যকিরণের কসরৎ মুগ্ধ হবেন আপনিও
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আকাশে হবে অন্য খেলা , মুগ্ধ করবে সূর্যকিরণ! কি ? বুঝতে পারছেন না ? ভারতীয় বায়ুসেনার ৯টি যুদ্ধবিমানের বিশেষ এয়ার শো৷ ভারতীয় বায়ুসেনার এই ৯টি যুদ্ধবিমানকে সমবেত ভাবে বলা হয় সূর্যকিরণ৷
মাঝ আকাশে চোখ ধাঁধানো বিভিন্ন কসরৎ করে দেখাবে তারা৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আকাশে ১০ মিনিটের বিশেষ প্রদর্শনী করবে ৯টি যুদ্ধবিমান৷
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগাফাইনাল রবিবার। প্রার্থনায় বসেছে গোটা দেশ। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে চাঁদের হাট।
দুই দেশের প্রধনামন্ত্রী -নরেন্দ্র মোদি ও অ্যান্টনি আলবানিজেরও উপস্থিত থাকার কথা। আগামীকাল , রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের আগে থাকছে নানা চমক।