জাতীয়

মরুরাজ্যের শাসকের গদিতে কে? জোর টক্কর বিজেপি-কংগ্রেসের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rajasthan Election : মরুরাজ্যের শাসকের গদিতে কে? জোর টক্কর বিজেপি-কংগ্রেসের - West Bengal News 24

রাজস্থানে ধারাবাহিকতা বজায় থাকবে ? নাকি উল্টে যাবে পাশা ? পরীক্ষা আজ। ফল জানা যাবে আগামী ৩ ডিসেম্বর। প্রসঙ্গত , গত ৩৮ বছর ধরে প্রতি ৫ বছর অন্তর রাজস্থানের শাসকের গদি পাল্টেছে।

উল্লেখ্য , ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মতো হেভিওয়েটদের। ২০০ আসনের রাজস্থান বিধানসভা নির্বাচনে ১ দফাতেই নির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা ও রাজনাথ সিংরা।

প্রসঙ্গত , মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও শচীন পাইলটের দ্বৈরথ সকলেরই জানা। ক্ষমতা ধরে রাখতে দুই শিবিরকে একমঞ্চে এনে প্রচারে ঝড় তোলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। দুই কংগ্রেস নেতার দ্বন্দ্ব মেটানোই চ্যালেঞ্জ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের।

আরও পড়ুন ::

Back to top button