রাজনীতিরাজ্য

আগামী বছর মার্চ মাসের মধ্যে নাগরিকত্ব আইনের চূড়ান্ত খসড়া? কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আশা পূরণ মতুয়াদের?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী বছর মার্চ মাসের মধ্যে নাগরিকত্ব আইনের চূড়ান্ত খসড়া? কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আশা পূরণ মতুয়াদের?

নতুন বছরেই নাগরিকত্ব আইন ? আগামী বছরের মার্চ মাসের মধ্যে নাগরিকত্ব আইনের চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে, এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। উত্তর ২৪ পরগণার ঠাকুর নগরে মতুয়া সম্প্রদায়ের একটি সভায় অতিথি হিসাবে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন মতুয়াদের প্রতিনিধি তথা আরেক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও।

মতুয়াদের ঐ অনুষ্ঠানে মতুয়াদের আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র বলেন, তাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। তিনি বলেন, “বিগত কয়েক বছরে সিএএ নিয়ে কাজ চলছে….কিছু সমস্যা হয়েছিল, তার সমাধান করা হচ্ছে। মতুয়াদের থেকে কেউ নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। তাদের নাগরিকত্ব সুরক্ষিত থাকবে।

আগামী বছর মার্চ মাসের মধ্যে সিএএ-র চূড়ান্ত হচ্ছে। ”লোকসভা নির্বাচনের আগে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম ইস্যু হয়ে উঠবে নাগরিকত্ব ইস্যু। দেশ জুড়ে নাগরিকত্ব আইন লাগু হওয়ার ব্যাপারে মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট অংশ এখনও পর্যন্ত বিজেপির সমর্থন জানিয়ে আসছেন। কিছুদিনের মধ্যে সিএএ চালু করা হবে বলে ফের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র।

কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবির প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “রাজ্য বিজেপি শুধু ভোটের সময় মতুয়াদের মনে রাখে। সিএএ-র কথা তখনই শুধু মনে পড়ে। বিজেপির দ্বারা কখনওই বাংলায় সিএএ হবে না। তৃণমূল মতুয়াদের নাগরিকত্ব নিয়ে লড়েছে, তাদের নাগরিকত্ব নিশ্চিত করেছে। আমরা সারা বছর ধরে কাজ করি। আমরা বিজেপির মতো নই যারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়।

আরও পড়ুন ::

Back to top button