ক্রিকেট

ব্যাটে-বলে সমান দাপট – দ্বিতীয় টি-২০ ম্যাচে তুলনায় অভিজ্ঞ অস্ট্রেলিয়ার টিমকে নিয়ে কার্যত ছেলেখেলা ভারতের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ব্যাটে-বলে সমান দাপট – দ্বিতীয় টি-২০ ম্যাচে তুলনায় অভিজ্ঞ অস্ট্রেলিয়ার টিমকে নিয়ে কার্যত ছেলেখেলা ভারতের

৫০ ওভারের বদলা ২০ ওভারেই নিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচেও নিরঙ্কুশ আধিপত্য টিম ইন্ডিয়ার। ব্যাট হাতে ঋতুরাজ-ঈশানদের মারকাটারি ইনিংস , বল হাতে অস্ট্রেলিয়াকে চোখে সর্ষেফুল দেখালো রবি বিষ্ণোই প্রসিদ্ধ কৃষ্ণারা। ব্যাটে-বলে সমান দাপট – তুলনায় অভিজ্ঞ অস্ট্রেলিয়ার টিমকে নিয়ে কার্যত ছেলেখেলা ভারতের।

একেই কি বলে দুধের স্বাদ ঘোলে মেটানো! বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্নভঙ্গ করেছিল অস্ট্রেলিয়া। সেই তাদের বিরুদ্ধে টি-২০ সিরিজে পরপর দুই ম্যাচে হারাল ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণারা ভারতীয় দলের নিয়মিত ক্রিকেটার নন।

তবে সুযোগ পেলে তাঁরাও জ্বলে ওঠেন। রোহিত শর্মার বদলে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের যোগ্য ওপেনার হতে পারেন ঈশান কিষাণ। ৫২ রানের দুরন্ত ইনিংস – ঈশান এদিন আরও একবার নিজেকে প্রমাণ করলেন।

৯ বলে ৩১ রান। রিঙ্কু সিং যেভাবে পারফর্ম করছেন তাতে তাঁকে কিছুদিন পর ভারতীয় টি-২০ দলে নিয়মিত দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম ম্যাচে ফিনিসারের ভূমিকায়। যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেব এদিন ভাল শুরু করলেন। হাফ সেঞ্চুরি করেন তিনি। বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এদিন দুরন্ত পারফর্ম করলেন। ৩টি উইকেট নেন তিনি। রবি বিষ্ণোইও তিনটি উইকেট নেন। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ভারত কর ২৩৫ রান। জবাবে অস্ট্রেলিয়া করে ১৯১ রান।

আরও পড়ুন ::

Back to top button