রাজনীতিরাজ্য

বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার – তৃণমূলের দাবিতে সিলমোহর বিজেপির !

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার - তৃণমূলের দাবিতে সিলমোহর বিজেপির !

খেজুরিতে বিজেপির একটি জনসভায় তাঁর করা মন্তব্য প্রমাণ করে , নিজেদের রাজ্যে নির্বাচন জেতা নিয়েই বিজেপি উদ্বিগ্ন হয়ে আছে। ‘আদিবাসী ইস্যুতে প্রশ্ন করা হলে, শুভেন্দু অধিকারীর বিরক্তি তাঁর আদিবাসী বিরোধী মানসিকতা এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি ঘৃণা প্রকাশ করে’ – শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ তৃণমূলের।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা প্রকল্পের অধীনে বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে – অতীতে বারবার এই ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে রাজ্যের শাসক দল।

বিজেপির বিভিন্ন নেতৃত্বের কথায় ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার জন্য বাংলার তহবিল আটকে রাখার প্রসঙ্গ বারবার উঠে এসেছে , যার জেরে নিজেদের জালেই হাসফাঁস অবস্থা বিজেপির। তবে বিধানসভায় আদিবাসী ইস্যুতে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠতেই কার্যত অস্বীকার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন ::

Back to top button