বীরভূম

শান্তিনিকেতনে পৌষমেলা হচ্ছে না, জানালো বিশ্বভারতী

নন্দগোপাল ত্রিপাঠী

Poush Mela Shantiniketan : শান্তিনিকেতনে পৌষমেলা হচ্ছে না, জানালো বিশ্বভারতী - West Bengal News 24
পৌষ মেলার বাজার ২০১২

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা এবার হচ্ছে না। বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

গত কয়েকদিন আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিল যে, আগের মতো এবারেও পূর্বপল্লীর মাঠে ছোট করে পৌষমেলার আয়োজন করা হবে। তবে মেনে চলতে হবে দূষণবিধি।

তবে আজ কর্মসমিতির বৈঠকের পর কর্তৃপক্ষ জানায় যে, ছোট করে এই মেলা আয়োজন করা সম্ভব নয়। প্রচুর ব্যবসায়ী পসরা সাজিয়ে মেলায় আসেন। সবাইকে ফেরানো সম্ভব নয়। পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে এবার মেলা করা যাচ্ছে না।

শান্তিনিকেতনের পৌষমেলা বাংলার অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় মেলা। প্রতিবছর পৌষমাসের শেষের দিকে এই মেলা হয়। মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প, খাবার, এবং অন্যান্য পণ্য বিক্রি হয়। এছাড়াও মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

গত দুবছর ধরে করোনাভাইরাস মহামারীর কারণে পৌষমেলা হয়নি। এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পৌষমেলা আয়োজনের কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না।

পৌষমেলা না হওয়ায় শান্তিনিকেতনের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button