রাজ্য

হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় – নিয়োগ দুর্নীতি মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা অভিষেকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় – নিয়োগ দুর্নীতি মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা অভিষেকের - West Bengal News 24

হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় – নিয়োগ দুর্নীতি মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা অভিষেকের। এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে মামলার নিষ্পত্তি করে দেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় তাঁকেও কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক ৷ তবে শীর্ষ আদালতের নির্দেশে হাইকোর্টে মামলার বেঞ্চ পরিবর্তন হলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বজায় রাখেন বিচারপতি অমৃতা সিনহা ৷ উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করেন তিনি ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর থাকাকালীন ‘লিপস অ্যান্ড বাউন্ডস’সংস্থার আর্থিক দুর্নীতি নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। ইডির তরফে অভিষেকের কাছে ১০ বছরের পুরনো নথি চাওয়া হয় বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সুপ্রিম কোর্টে অভিষেক অভিযোগ জানান , আদালতের নজরদারিতে তদন্ত চলছে ঠিকই , তবে ‘নজরদারি’র পরিবর্তে ‘তদারকি’চলছে। বিচারপতিরা এদিন জানান , ইডিকে আইন মেনে কাজ করতে হবে। উলটোদিকে, অভিষেককেও তদন্তের কাজে সাহায্য করতে হবে। এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন ::

Back to top button