কর্ম সন্ধান

ISRO Recruitment : শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি কী? কত টাকা বেতন? দেখুন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ISRO Recruitment : শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি কী? কত টাকা বেতন? দেখুন

দেশের সেবা করতে চান ? যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ইসরোর অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স) পদে চাকরির জন্য। চাকরির সুযোগ দিচ্ছে ISRO , পাবেন চোখধাঁধানো বেতন। প্রসঙ্গত , বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩। ইসরোর এই সাফল্য মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে নতুন পালক যোগ করেছে।

যোগ্য প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে সেটি বেঙ্গালুরুতে অন্তরীক্ষ ভবনে ডিপার্টমেন্ট অব স্পেসে অফিসার অন স্পেশাল ডিউটি (পার্সোনেল) এম রামদাসের কাছে ডাক মারফত পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ শে ডিসেম্বর , ২০২৩।

লেভেল ১০ পে ম্যাট্রিক্সে অন্তত ৫ বছর ধরে কর্মরত অফিসাররা এই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। ডেপুটেশন বেসিসে তাঁদের নিয়োগ করা হবে। নিয়ম অনুযায়ী ডেপুটেশনের মেয়াদ সর্বোচ্চ ৫ বছরের।

ইসরোর অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স) পদে চাকরির জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পূর্বের ও বর্তমান অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং আর্থিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে।

ইসরোয় অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স) পদে চাকরিতে মাসিক বেতন হবে লেভেল ১১-র পে ম্যাট্রিক্স অনুযায়ী।

সপ্তম পে কমিশন অনুযায়ী , লেভেল ১১-র কর্মীদের বেতন ৬৭ হাজার ৭০০ টাকা থেকে ২ লাখ ৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন ::

Back to top button