রাজনীতিরাজ্য

বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে আদালতের হস্তক্ষেপ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari : বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে আদালতের হস্তক্ষেপ - West Bengal News 24

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে বিরোধী দলনেতার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকার তার নিরাপত্তা ত্রুটিপূর্ণ করছে। তিনি কেন্দ্রীয় নিরাপত্তার আওতায় রয়েছেন এবং জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। এই নিরাপত্তার আওতায়, তার যেখানে যেতে হয়, সেখানে আগে থেকে পুলিশের রুট লাইনিং করা হয়। কিন্তু অভিযোগ, রাজ্য সরকার তা করছে না।

শুভেন্দু অধিকারীর আইনজীবীরা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন।

রিপোর্টে বিরোধী দলনেতার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কী কী বন্দোবস্ত করা হচ্ছে, কী কী করার কথা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকতে হবে।

একই সঙ্গে, হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে একটি কমিটি গঠন করতে। এই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি থাকবেন।

আরও পড়ুন ::

Back to top button