রাজ্য

৬৫ বছর বয়সে উল্টো পথে হেঁটে সাগরে পৌঁছে পরিবেশ রক্ষার বার্তা দিলেন সঞ্জিত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৬৫ বছর বয়সে উল্টো পথে হেঁটে সাগরে পৌঁছে পরিবেশ রক্ষার বার্তা দিলেন সঞ্জিত

ষাটোর্ধ্ব সঞ্জিত কুমার দাস পরিবেশ রক্ষার উদ্যোগে উল্টো পথে হেঁটে সাগরে পৌঁছালেন। দার্জিলিং থেকে শুরু করে ৪০ দিনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি প্রায় ৯৩০ কিলোমিটার অতিক্রম করেন।

সাগরে পৌঁছানোর পর কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে তিনি পরিবেশকে বাঁচানোর আবেদন জানান।

সঞ্জিত দাস বলেন, “বর্তমান সময় থেকে পিছিয়ে গেলে দেখা যাবে, আজ থেকে ৫০ বা ৬০ বছর আগে পরিবেশ অনেক ভালো ছিল। তাই আমি এই উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিই।”

পথে চলতে চলতে তিনি একের পর এক গ্রাম ও শহর অতিক্রম করেন। কোথাও তিনি কোনো অসুবিধার মধ্যে পড়েননি।

তাঁর এই অভিনব উদ্যোগকে সমর্থন জানিয়েছেন অনেকেই। চলার পথে অনেকেই তাকে সাহায্য করেছেন।

সঞ্জিত দাস বলেন, “এই দীর্ঘ ৪০ দিনে আমি রুটি, সবজি সহ হালকা খাবার খেয়েছি। যাতে শারীরিক কোনো সমস্যা না হয়।”

সঞ্জিত দাস বলেন, “এই উল্টো হাঁটার কাজটা সহজ ছিল না। বার্ধক্যের দোড়গোড়ায় দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করাটাও একটা চ্যালেঞ্জ ছিল। তবে আমি সকলের মন জয় করতে পেরেছি। এটাই আমার সব থেকে বড় পাওনা।”

সাগরে আসার পর তিনি থেমে থাকতে চান না। আবারও নতুন কর্মসূচি নিয়ে আগামীতে বেরিয়ে পড়তে চান তিনি।

এই কাজে সঞ্জিত দাসের পাশে পেয়েছেন তার পরিবার। তিনি তাদের জন্য খুবই খুশি বলে জানান।

সঞ্জিত দাসের এই উদ্যোগ পরিবেশ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। তিনি দেখাতে চেয়েছেন যে, পরিবেশ রক্ষার জন্য আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে।

আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে হবে। আমরা বিদ্যুৎ ও জলের অপচয় রোধ করতে পারি। আমরা প্লাস্টিক ব্যবহার কমাতে পারি। আমরা গাছ লাগাতে পারি।

এই ছোট ছোট পরিবর্তনই আমাদের পরিবেশকে রক্ষা করতে সাহায্য করবে।

আরও পড়ুন ::

Back to top button