রাজ্য

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, মমতার সাথে রাজধানীতে অভিষেক সহ ১০ সাংসদ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, মমতার সাথে রাজধানীতে অভিষেক সহ ১০ সাংসদ - West Bengal News 24

রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়ের দাবি – এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কাছে গিয়েই অভিযোগ জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মোদী-মমতার বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃনমূলের ১০ সাংসদ।

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের যে বিপুল বরাদ্দ বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সেটাই প্রধানমন্ত্রী মোদীর কাছে তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ , বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি মত রাজ্যের প্রাপ্য বকেয়া কি মিটিয়ে দেবেন প্রধানমন্ত্রী ? শুরু জল্পনা।

প্রসঙ্গত , এর আগে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে রাজ্যের পাশাপাশি দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। কৃষি ভবনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ ঘিরে তুমুল অশান্তি হয়েছিল। আটক হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ একাধিক তৃণমূল সাংসদ। তারপর রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। হস্তক্ষেপ করেছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন ::

Back to top button