জাতীয়

“আগামী ২৫ বছরের মধ্যে উন্নত ভারত – নির্বাচনের কারণে অনেকে ভয় পাচ্ছেন ! “ – শেষদিনেও বিরোধীদের বিঁধলেন মোদী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

“আগামী ২৫ বছরের মধ্যে উন্নত ভারত – নির্বাচনের কারণে অনেকে ভয় পাচ্ছেন ! “ - শেষদিনেও বিরোধীদের বিঁধলেন মোদী

শনিবার ছিল সপ্তদশ লোকসভার অন্তিম অধিবেশনের শেষদিন ছিল। সেখানে বিশেষ ভাষণে রামমন্দির প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বলেন, “আজ সংসদে রাম মন্দির নিয়ে যে আলোচনা হয়েছে তা ভবিষ্যত প্রজন্মকে দেশের ঐতিহ্য, সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে।” বিরোধীদের খোঁচা দেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ বক্তৃতার বেশিরভাগ অংশেই অবশ্য শেষ পাঁচ বছরে সরকারের সাফল্যের কথাই তুলে ধরেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে করোনা কালে দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে৷ গত শতাব্দীর সবথেকে বড় সঙ্কট এই সময়ে এসেছিল৷ করোনার সময় ঘর থেকে বেরনোও বিপজ্জনক ছিল৷ এই সময় সঙ্কট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷’ প্রধানমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে অনেক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ দেশ দ্রুত গতিতে বড় বদলের দিকে এগিয়েছে৷ কয়েক দশক ধরে দেশ একই সংবিধানের স্বপ্ন দেখেছিল৷ নির্বাচন সামনে৷ তাই অনেকেই ভয় পাচ্ছেন৷ এবারের লোকসভার কার্যকালের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রী বলেন, “আজ সংসদে রাম মন্দির নিয়ে যে আলোচনা হয়েছে তা ভবিষ্যত প্রজন্মকে দেশের ঐতিহ্য, সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে।” বিরোধীদের খোঁচা দেন প্রধানমন্ত্রী। বলেন, “কেউ কেউ এ বিষয়ে কথা বলার সাহস দেখান। কেউ কেউ আবার ময়দান ছেড়ে পালিয়ে যান।” এদিনের আলোচনায় ‘সব কা সাথ, সব কা বিকাশে’র মন্ত্র ছিল বলেই মত প্রধানমন্ত্রীর। তিন তালাকের প্রসঙ্গও উঠে এসেছে মোদীর মুখে। তাঁর সরকারের আমলে তিন তালাকের মতো প্রথার বিলোপ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই পদক্ষেপকে নারীশক্তির জয় হিসাবে উল্লেখ করেছেন তিনি। মহিলা সংরক্ষণ আইন নিয়েও উচ্ছ্বসিত মোদী।

একই সঙ্গে তাঁর দাবি, ‘আগামী পঁচিশ বছর দেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবেই৷ এই সময় কালের মধ্যে উন্নত ভারত তৈরি হবেই৷ মানুষের জীবন থেকে সরকারের হস্তক্ষেপ যত কমানো যায়, সেরকম সমৃদ্ধ গণতন্ত্র তৈরি করাই আমাদের লক্ষ্য৷ আমরা তা করব৷ আগামী ২৫ বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারতবর্ষ৷ আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত আইন তৈরি করেছি৷ ভারত পুরোপুরি ভাবে সন্ত্রাসের থাবা থেকে মুক্তি পাবে, সেই স্বপ্নও শিগগিরই পূরণ হবে৷ ৭৫ বছর ধরে আমরা ইংরেজ আমলের ভারতীয় দণ্ডবিধিকে আঁকড়ে ছিলাম, কিন্তু আগামী প্রজন্ম ন্যায় সংহিতাকে চিনবে৷’

আরও পড়ুন ::

Back to top button