জাতীয়

লোকসভা নির্বাচনের আগেই বাড়ানো হল পিএফে সুদের হার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

PF Interest Rate : লোকসভা নির্বাচনের আগেই বাড়ানো হল পিএফে সুদের হার - West Bengal News 24

লোকসভা নির্বাচনের আগেই বাড়ানো হল পিএফে সুদের হার। ২০২৩-২৪ অর্থবর্ষে নতুন হারে এই সুদ পাবেন ইপিএফও-র ৬.৫ কোটি গ্রাহকরা।

গত অর্থবর্ষে, অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে পিএফে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। সেখান থেকেই একধাক্কায় ০.১০ শতাংশ সুদের হার বৃদ্ধি করা হল। বিগত তিন বছরে এটিই সর্বোচ্চ সুদের হার।

শনিবারই সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফওতে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়। ৮.১৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশে সুদের হার বাড়ানোয় এবার থেকে পিএফ অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে।

মাসে মাসে পিএফের টাকা জমা হলেও, বছরে একবারই পিএফে সুদের টাকা অ্যাকাউন্টে জমা পড়ে।

কীভাবে পিএফ ব্যালেন্স দেখবেন ?

১. প্রথমেই EPFO ​​পোর্টাল www.epfindia.gov.in-এ ক্লিক করতে হবে।

২ . এরপর E-PassBook অপশনে ক্লিক করতে হবে।

৩. এবার নতুন একটি পেজ খুলে যাবে। এখানে UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে।

৪. লগ ইন করার পরে আপনি পিডিএফ ফর্ম্যাটে পাসবুক পাবেন, যা ডাউনলোড করা যেতে পারে।

৫. এছাড়া আপনি https://passbook.epfindia.gov.in/-এ ক্লিক করে সরাসরি পাসবুক দেখতে পারেন।

ইপিএফও আইন অনুসারে, কর্মচারীর মূল বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হয়। কর্মচারী যে সংস্থায় কাজ করেন, সেখানেও একই নিয়ম প্রযোজ্য।

সংস্থার তরফে যে ১২ শতাংশ পিএফের জন্য বিনিয়োগ করা হয়, তার ৩.৬৭ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়, বাকি ৮.৩৩ শতাংশ টাকা পেনশন স্কিমে জমা হয়।

আরও পড়ুন ::

Back to top button