জাতীয়

‘ইজ্জত ও অস্মিতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে’ – বিজেপি জাতীয় সম্মেলনে উঠল সন্দেশখালি প্রসঙ্গ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sandeshkhali Incident : ‘ইজ্জত ও অস্মিতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে’ – বিজেপি জাতীয় সম্মেলনে উঠল সন্দেশখালি প্রসঙ্গ - West Bengal News 24

শুরু হয়েছে বিজেপির দুদিনের জাতীয় সম্মেলন। লোকসভা ভোটকে সামনে রেখে দুদিনের এই জাতীয় সম্মেলন শুরু হলেও সম্মেলনের মুখ্য আলোচ্য বিষয় হয়ে উঠেছে সন্দেশখালি প্রসঙ্গ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিকশিত ভারতের প্রস্তাব করেন। ভারত সরকারের বিভিন্ন কার্যকলাপের পাশাপাশি উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ।

সন্দেশখালিতে হওয়া ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন জাতীয় তফসিলি কমিশনের অন্তর্বর্তী চেয়ারম্যান অরুণ হালদার। দল যে সন্দেশখালিতে মহিলাদের উপর নিগ্রহের ঘটনাটিতে গুরুত্ব দিচ্ছে, তা বোঝাতেই বিষয়টি প্রস্তাবের আওতায় নিয়ে আসা হয়। আগামী দিনে ওই ঘটনাকে বৃহত্তর প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহারের লক্ষ্য নিয়েছেন বিজেপি নেতৃত্ব।

মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দায়িত্ববোধ প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনের ভূমিকার সমালোচনা করে রাজনাথ বলেন, ‘‘আমাদের দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গ। কী হচ্ছে সেখানে! নারীদের সঙ্গে কী ধরনের অত্যাচার করা হচ্ছে! তাঁদের ইজ্জত ও অস্মিতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে যা হয়েছে এবং আমাদের দলীয় কর্মীরা যে সাহসের সঙ্গে ওই অত্যাচারের বিরুদ্ধে লড়ছেন, তাতে আমি আমাদের কর্মীদের অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের ঘটনা সভ্য সমাজের কলঙ্ক। কঠোর নিন্দা হওয়া উচিত।’’

সন্দেশখালি ইস্যুতে মুখ খুলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। নাড্ডা কোনও সময়সীমা না দিলেও বৈঠকে যোগ দেওয়া রাজ্য নেতাদের বক্তব্য, ‘‘দুর্নীতির ঘটনা থেকে সন্দেশখালির যৌন নিগ্রহের অভিযোগ — তৃণমূলের পালানোর রাস্তা ক্রমশ ছোট হয়ে আসছে। মানুষ আগামী বিধানসভা নির্বাচনেই তৃণমূলকে রাজ্য থেকে মুছে দেবে।’’

তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, বিজেপি নেতারা উন্নাও, হাথরাসে হওয়া মহিলাদের উপর অত্যাচার নিয়ে চোখ বন্ধ রাখেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা এদের চোখে পড়ে না। মণিপুরে এক বছর ধরে অস্থিরতা নিয়েও বিজেপি চুপ। কিন্তু ধর্মীয় মেরুকরণের সুযোগ থাকায় বিজেপি সন্দেশখালি ঘটনায় ইন্ধন দিতে চাইছে।

আরও পড়ুন ::

Back to top button