রাজনীতিরাজ্য

আবারো সন্দেশখালি যেতে চান শুভেন্দু – অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আবারো সন্দেশখালি যেতে চান শুভেন্দু - অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা

গতকাল ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালির বিভিন্ন জায়গায়। আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে। তথ্য অনুযায়ী সেটা বাড়াবে প্রশাসন। এদিকে আবারো সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর , ২৬ ফেব্রুয়ারি ফের জেলিয়াখালি , হালদারপাড়া সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। জানালেন শুভেন্দু অধিকারীর আইনজীবীর। শুভেন্দুর আইনজীবী আদালতে বলেন, ”সোমবার আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হোক। পুলিশি নিরাপত্তা দেওয়া হোক।”

যদিও বিচারপতি কৌশিক চন্দ বলেন, ”আগে যে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়েছে। প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করে আবার ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ভাল না খারাপ সেটা আদালতকে খতিয়ে দেখার সুযোগ দিতে হবে। রাজ্যকেও তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার নোটিশ দিতে হয়। সোমবার কেন ? অন্যদিন যান।”

এদিকে, সন্দেশখালির ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে চায় রাজ্য। অনুমতি চেয়ে বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ রাজ্য। শুভেন্দু অধিকারী রক্ষাকবচ মামলা বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তাই রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ নিতে পরামর্শ বিচারপতি চন্দ’র।

আরও পড়ুন ::

Back to top button