জানা-অজানা

দেশের অতি ধনী ব্যক্তিরা তাঁদের অর্থ সবথেকে বেশি কোন খাতে খরচ করেন ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দেশের অতি ধনী ব্যক্তিরা তাঁদের অর্থ সবথেকে বেশি কোন খাতে খরচ করেন ?

আপনি আপনার উপার্জনের সিংহভাগ অর্থ কোথায় ব্যয় করেন ? জানেন দেশের অতি ধনী ব্যক্তিরা তাঁদের অর্থ সবথেকে বেশি কোন খাতে খরচ করেন ? Knight Frank India সম্প্রতি একটি রিপোর্ট সামনে এনেছে।

ধনী দেশের মানুষ বিনিয়োগযোগ্য সম্পদের ১৭ শতাংশই তাঁরা লাক্সারি আইটেমের পিছনে ঢালেন। অগ্রাধিকার পায় দামি ঘড়ি, গয়না। যদিও এ ক্ষেত্রে মনে রাখা ভাল, সাম্প্রতিক কালের একাধিক পরিসংখ্যানে দেখা গিয়েছে মাত্র এক শতাংশ ধনকুবেরের হাতে দেশের মোট সম্পদের ৪০ শতাংশ কুক্ষিগত রয়েছে।

পরিসংখ্যান বলছে তাঁরা সবথেকে বেশি খরচ করেন নামী-দামি ঘড়ি কেনার পিছনে। সোজা কথাই তাঁদের কাছে শখই হচ্ছে শেষ কথা। তাঁদের পছন্দের তালিকায় একদম উপরের দিকে রয়েছে ক্লাসিক সব চারচাকা। এরপর পছন্দ তালিকায় রয়েছে বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ওয়াইন, বিরল সব হুইস্কি, আসবাবপত্র, রঙিন হিরে এবং কয়েন। তবে সবথেকে উপরতলার মানুষদের সবথেকে বেশি পছন্দ কিন্তু বিলাসবহুল ঘড়ি, ক্লাসিক গাড়ি।

রিয়েল এস্টেট কনসালটেন্ট নাইট ফ্রাঙ্ক তাঁদের ওয়েলথ রিপোর্ট-২০২৪ এ স্পষ্টই, মারাত্মক রকমের ধনবান ব্যক্তিরা তাঁদের বেশিরভাগ টাকাই খরচ করেন বিলাসিতার পিছনে।

আরও পড়ুন ::

Back to top button