প্রযুক্তি

স্মার্টফোনেই সর্বক্ষণ নজর? আপনি কত তাড়াতাড়ি মৃত্যুমুখে! জানিয়ে দেবে SAR ভ্যালু

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্মার্টফোনেই সর্বক্ষণ নজর? আপনি কত তাড়াতাড়ি মৃত্যুমুখে! জানিয়ে দেবে SAR ভ্যালু

স্মার্টফোনেই সর্বক্ষণ নজর ? আপনি কত তাড়াতাড়ি মৃত্যুমুখে ! জানিয়ে দেবে SAR ভ্যালু। স্মার্টফোনের এই ক্ষতিকর রেডিয়েশনের মান নির্ধারণ করার জন্য একটি SAR কোড রয়েছে। অনেকেই জানেন না যে স্মার্টফোন থেকে নির্গত হয় ক্ষতিকর রেডিয়েশন।

যে কোনও মোবাইল ফোনের SAR মান চেক করার প্রক্রিয়া খুবই সহজ। ইউজারদের শুধুমাত্র তাঁদের মোবাইল ফোনে USSD কোড জানতে *#০৭# ডায়াল করতে হবে। তারপর তাঁদের সেই পৃষ্ঠায় রিডায়রেক্ট করা হবে।

আরও পড়ুন : USB Scam থেকে সাবধান! পাবলিক চার্জিং পয়েন্ট থেকে মোবাইল চার্জ দেবেন না, খোয়াতে পারেন সর্বস্ব !

এখানে তাঁরা SAR মান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা করতে পারেন। এই ডিভাইসগুলি ইলেকট্রনিকভাবে কাজ করে এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও নির্গত করে। মানুষ দীর্ঘ সময় ধরে এই বিকিরণের সংস্পর্শে থাকলে অসুস্থ হয়ে পড়তে পারে।

স্মার্টফোনের ক্ষতিকর রেডিয়েশন ইউজারদের জন্য কতটা বিপজ্জনক বিকিরণ তরঙ্গ তৈরি করে তা এই কোডের মাধ্যমে পরীক্ষা করা সহজ। লোকেদের এই ডিভাইসগুলি কম ব্যবহার করা উচিত এবং এর থেকে বেরিয়ে আসা বিকিরণের পরিমাণের উপর নজর রাখা উচিত।

আরও পড়ুন ::

Back to top button