উঃ ২৪ পরগনা

CBI তদন্ত হলে ভালো , ‘প্রিয়’ পাত্র Enforcement Directorate – শাহজাহানের গলায় আচমকা উল্টো সুর

CBI তদন্ত হলে ভালো , ‘প্রিয়’ পাত্র Enforcement Directorate – শাহজাহানের গলায় আচমকা উল্টো সুর

বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। আদালতের নির্দেশ মতো এদিন তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বের করা হয়। শাহজাহান বলে সিবিআই তদন্ত হলে,”খুব ভালো হবে।”

শুধু তাই নয়, ‘ইডি তদন্ত হলে সবচেয়ে ভালো হবে’ বলেও মত সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র। হঠাৎই উলটো সুর শেখ শাহজাহানের গলাতে।

সন্দেশখালিতে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন শেখ শাহজাহান। কারা ফাঁসাচ্ছে তাঁকে ? জবাবে ভোলবদলে শাহজাহান বলেন, “কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।”

আবার গত শুক্রবার তিনি দাবি করেছেন, “আমার বিরুদ্ধে বিজেপির দালালরা চক্রান্ত করছে।” প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।

উদ্দেশ্য ছিল শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি। কিন্তু সেখানে প্রবল বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। তাঁদের মারধরও করা হয়। কার্যত প্রাণ হাতে নিয়ে এলাকা ছাড়েন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন ::

Back to top button