রাজ্য

দক্ষিণের পাশাপাশি উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ – ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দক্ষিণের পাশাপাশি উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ – ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের

এবার দক্ষিণের পাশাপাশি উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ। ফের ৪৪ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদও। অন্যদিকে কলকাতা ছুঁয়ে ফেলতে পারে ৪১ ডিগ্রি। হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ১৮ জেলায় কাঠফাটা গরম , জেলা অনুসারে তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের।

বুধবার :

  • লাল সতর্কতা: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
  • কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়।
  • হলুদ সতর্কতা: মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে।

বৃহস্পতিবার :

  • লাল সতর্কতা: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
  • কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে
  • হলুদ সতর্কতা: উত্তর দিনাজপুর।

শুক্রবার ও শনিবার :

  • লাল সতর্কতা: দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতে।
  • হলুদ সতর্কতা: উত্তর দিনাজপুরে।
  • কমলা সতর্কতা: মালদহ ও দক্ষিণ দিনাজপুরে।

সাধারণত লাল, হলুদ, কমলা সতর্কতা জারি করা হয় বর্ষার সময়। তবে এবার গরমেও নিয়মিত নানা রঙের সাবধানবার্তা আসছে। লাল সতর্কতা মানে তীব্র তাপপ্রবাহ। সতর্কতার রং কমলা হলে তীব্রতা কিছুটা কম। আর হলুদ মানে শুধুই তাপপ্রবাহ। তবে তাপপ্রবাহ মানেই শুকনো গরম হাওয়া।

আরও পড়ুন ::

Back to top button