সম্পর্ক

নতুন প্রেমে অন্ধ? গুরুত্ব দিন ৫ বিষয়ে

নতুন প্রেমে অন্ধ? গুরুত্ব দিন ৫ বিষয়ে

ভালোবাসা সত্যিই অন্ধ। বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে এই বিশেষ অনুভূতি প্রথমবার ধরা দিয়েছে। তখন সঙ্গীর কোনো ভুলই চোখে পড়ে না। মনে হয় সব ঠিক। এটা হলো সম্পর্কের সেই সময় যখন একে অন্যের সব কথা শোনে, কোনো ঠিক-ভুল বিচার করে না।

তবে সমস্যা থাকলে তা কিন্তু প্রথম থেকেই নজরে পড়ে। শুধু আমরা লক্ষ্য করি না। এর কারণ সদ্য তৈরি হওয়া সম্পর্ক নষ্ট করতে চাই না। ভেবে নেওয়া, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী সম্পর্ক চাইলে শুরু থেকেই একে অন্যের ভুল ধরিয়ে দিতে হবে। অস্বস্তি থাকলে সেটাও স্পষ্ট করতে হবে। ভালোবাসাটা যেমন চেপে রাখবেন না, তেমনি অনুভূতিও দমিয়ে রাখবেন না। কথা হচ্ছে, প্রেম তো হচ্ছে। নিজের প্রতিও যত্ন নেওয়া দরকার।

নিজেকে গুরুত্ব দেওয়া:
নতুন প্রেমে পড়া মানেই নিজেকে গুরুত্বহীন করে ফেলা নয়। এটা করলে আপনার সঙ্গীই সবার আগে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেবে। তাই নিজের প্রতি খেয়াল রাখুন। নিজের যত্ন নিন।

আরও পড়ুন :: নতুন সম্পর্কে জড়াচ্ছেন? কী করবেন কী করবেন না

নিজেকে সঠিকভাবে উপস্থাপন করুন:
আপনি যা, ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করুন। আপনি যেটা নন সেটা হওয়ার ভান করবেন না। আপনার সঙ্গী যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনার মতো করেই বাসবে। আপনার ভালোটা যেমন সে গ্রহণ করবে, অন্যদিকে খারাপটাও মেনে নেবে। তাই কিছু লুকাবেন না।

সোজাসুজি কথা বলা:
আপনি যদি প্রথম থেকেই আপনার ভালো লাগা, মন্দ লাগাগুলো চেপে রাখেন তাহলে সমস্যা তৈরি হতে পারে। প্রথম থেকেই কোনটা আপনার ভালো লাগে, কোনটায় আপনি স্বচ্ছন্দ বোধ করেন না, সেটা স্পষ্ট করে জানান।

কী চান স্পষ্ট করুন:
আপনি সঙ্গীর আছে কী চান সেটা সরাসরি বলুন। চেপে রাখবেন না, বা ধরে নেবেন না যে সে বুঝে নেবে। নিজের যা চাহিদা সেটা নিজের মুখেই বলতে হবে। সমস্যা হলে সেটা কথা বলে মেটান। সম্পর্কে খুঁটিনাটি সমস্যা হতেই পারে। আবার বড় সমস্যাও আসতে পারে। যাই হোক, মনের মধ্যে চেপে রাখবেন না। নিজের মতো অনুমান করবেন না।

আরও পড়ুন :: আপনার প্রেমিকা স্বার্থপর কি না বুঝবেন যেভাবে

মনের কথা বলুন:
নিজের অনুভূতি, ভালোবাসা ইত্যাদি খুব স্পষ্ট ভাষায় সঙ্গীকে জানান। এই সহজ টিপসগুলো মেনে চলুন আর সুন্দর একটি সম্পর্ক তৈরি করুন। তবে হ্যাঁ, প্রথম থেকেই যদি নমনীয় থাকেন, সহ্য করেন সব ঠিক-ভুল তাহলে কিন্তু সম্পর্ক টেনে নেওয়া সমস্যা হতে পারে।

আরও পড়ুন ::

Back to top button