অর্থনীতিজাতীয়

আচমকা পতন রিলায়েন্সের – মার্কেটে ৪৩ হাজার কোটি পতন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আচমকা পতন রিলায়েন্সের - মার্কেটে ৪৩ হাজার কোটি পতন

রিলায়েন্সের শেয়ারে ২ শতাংশ পতন – রিলায়েন্সের শেয়ারে বড়সড় প্রফিট বুকিংই স্টকের দামের পতনে বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বেশি পতন হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে সংস্থার মার্কেট ক্যাপ কমল।

তথ্য অনুসারে, এক দিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ছিল ১৯,৮৩,৭৬৮.১৯ কোটি টাকা। যা এখন নেমে এসেছে ১৯,৪০,৭৩৮.৪০ কোটি টাকায়। অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ৪৩,০২৯.৭৯ কোটি টাকা কমেছে। গত একমাসে শেয়ার দরে ২.৯৯ শতাংশের পতন দেখা গিয়েছে। তবে গত এক বছরে ৪৪৬.৮৫ টাকা বা ১৮.৪৬ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে।

শুক্রবার, একটা সময় ২৯৩৮.৫৫ টাকায় নেমে গিয়েছিল সংস্থার শেয়ার দর। গত এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১.৮৪ শতাংশ। তবে চলতি বছরের কথা বললে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশ। তবে সাম্প্রতিক পতনের কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামগ্রিকভাবে বড় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বিশাল পতন হয়েছে।

BSE-র তথ্য বলছে, শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২.১৭ শতাংশ অর্থাৎ ৬৩.৬০ টাকা কমে ২৮৬৮ টাকায় বন্ধ হয়েছে। তবে সাম্প্রতিক পতনের কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামগ্রিকভাবে বড় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বিশাল পতন হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button